সেগুনবাগিচায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগ থেকে ফারজানা বিন নূর (২১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের দাবি, ফারজানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে সেগুনবাগিচা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ফারজানার গ্রামের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়ায়। তিনি সেগুনবাগিচায় নিজেদের ফ্ল্যাটে থাকতেন।
নিহতের বাবা আইয়ুব আলী ও মা হোসনে আরা বলেন, ‘আমার মেয়ে অনেক ভালো ছাত্রী ছিল। সে এইচএসসি পাস করেছে। আমরা তাকে সিটি কলেজে ভর্তি করেছিলাম। আমার মেয়ের সিটি কলেজে পড়তে না-কি ভালো লাগে না। তাই আমরা তাকে বললাম তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়, কিন্তু সে সেখানেও পড়বে না। সে বড় বোনের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। আমরা তাকে বুঝিয়ে বললাম, তোমার বাবা তো এখন চাকরি করে না, এত টাকা আমরা দিতে পারব না। এটা বলার পরে ফারজানা অভিমান করে।’
এরপর বিকেলে বাথরুমে গিয়ে ঝর্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফারজানা গলায় ফাঁস দেয় বলে জানান তার বাবা-মা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘সেগুনবাগিচা থেকে গলায় ফাঁস লাগানো এক শিক্ষার্থীকে নিয়ে এসেছিল। আসার পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
জেডএইচ/এমএস