স্বর্ণ পদকে চোখ সাবিনাদের
সাউথ এশিয়ান (এসএ) গেমস নারী ফুটবলের প্রথম অংশগ্রহনে ব্রোঞ্জ পদক পেয়েছিল বাংলাদেশ। এবার লক্ষ্যটা আরও বড়-নারী ফুটবলাররা জিততে চান স্বর্ণ। সে লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছেন তারা। ঘাম ঝরাচ্ছেন সকাল-বিকাল। আগামী বছর ফেব্রুয়ারিতে ভারতের শিলং এবং গৌহাটিতে বসবে সাউথ এশিয়ান গেমসের দ্বাদশ আসর।
গেমস সামনে রেখে বছরখানেক আগেই শুরু হয় বিভিন্ন ডিসিপ্লিনের প্রস্তুতি। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল শুরু করেছে তাদের তিনমাসের অনুশীলন ক্যাম্প। কোচ গোলাম রব্বানি ছোটনের অধীনে অনুশীলন চলছে বাফুফের আর্টিফিসিয়াল টার্ফে। তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় আসার কারণে বর্তমানে জাতীয় দলের শক্তি বৃদ্ধি পেয়েছে। ছোটন প্রাথমকিভাবে ৩৫ খেলোয়াড় থেকে ২৮ বাছাই করেছিলেন। এরপর ২৮থেকে কমিয়ে ২৪-এ নিয়ে এসেছেন।
গত এসএ গেমসে বাংলাদেশ নেপালের কাছে ১-০ গোলে হেরেছিল। এবার নেপালকে হারিয়ে প্রতিশোধ নেয়ার ইচ্ছে আছে। এশিয়ার সেরা ৭ ফুটবলারের মধ্যে জায়গা পাওয়া সানজিদা আর সাবিনার মতো অভিজ্ঞ ফরোয়ার্ড দলে আছেন। শক্তিশালী নেপালকে হারানোর প্রস্তুতিতে তৈরি হচ্ছেন উদীয়মানরাও।
ডিফেন্ডার মাইনু মারমা বলেন, ‘এখনও আমাদের সময় আছে। কোচ যেভাবে কোচিং করাচ্ছেন, আমরা সেগুলো ঠিকমতো করছি।’ আরেক ডিফেন্ডার সুরভী আক্তার ইতি বলেন, ‘নেপাল-ভারতের সঙ্গে আগেও খেলেছি। এবার নেপালকে হারিয়ে আমরা ফাইনাল খেলতে চাই।’ জর্দান, আরব আমিরাতের বিপক্ষে অনুর্ধ-১৬ দলের সাফল্য প্রেরণা যোগাচ্ছে ক্যাম্পের ২৪ ফুটবলারকে।
আইএইচএস/একে