আচরণবিধি ভেঙে ফেসবুকে প্রচারণা


প্রকাশিত: ০২:১৩ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫

লক্ষ্মীপুরের তিনটি পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মেয়র প্রার্থীদের শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। এখনও প্রতীক বরাদ্ধ না দেয়া হলেও রায়পুর, রামগতি ও রামগঞ্জে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা দলীয় প্রতীক ও নিজেদের ছবি জুড়ে দিয়ে করা পোস্টারের মাধ্যমে ভোট ও সমর্থন চাইছেন। গত দুইদিন ধরে এমন প্রচারণা চালানো হচ্ছে। আর প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হবে ১৪ ডিসেম্বর।

শুক্রবার বিকেলে বিভিন্ন ফেসবুক পেজে ঘেঁটে দেখা যায়, রায়পুরে আওয়ামী লীগের প্রার্থী ইসমাইল খোকন, বিএনপির প্রার্থী এ বি এম জিলানী, রামগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের পাটোওয়ারী, রামগতিতে জাতীয় পার্টির প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী ও আওয়ামী লীগ প্রার্থী মেজবাহ উদ্দিন মেজুর পক্ষে নেতাকর্মী ও সমর্থকরা প্রচারণা চালাচ্ছেন। পোস্টারে এসব প্রার্থীদের ছবি, দলীয় প্রতীক ও দলীয় প্রধানের ছবি রয়েছে।

জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্র জানায়, প্রতীক বরাদ্ধের আগে প্রার্থী ও তাদের শুভাকাঙ্ক্ষীদের প্রচারণা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়ে প্রার্থীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

রায়পুরের দেনায়েতপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী মোহন বলেন, প্রতীক বরাদ্ধ পাওয়ার আগে ফেসবুকে প্রার্থীর ছবি ও দলীয় মার্কার (নৌকা) প্রচারণা চালানো অন্যায় তা আমার জানা ছিল না। দলীয় কর্মী হিসেবেই তিনি তার পেজে পোস্টটি দিয়েছেন।

এ বিষয়ে জানতে রামগতি পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকতা ও রায়পুর পৌরসভার রিটানিং অফিসার মো. সোহেল সামাদ বলেন, নির্বাচন আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীদের নির্দেশ দেয়া হয়েছে। পৌরসভা এলাকায় এর কোনো দৃশ্যমান ব্যতয় ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আচরণবিধি তদারকি করার জন্য কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব বন্টন করা হয়েছে।

কাজল কায়েস/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।