ফায়ার সার্ভিসে করোনা আক্রান্ত ৪০৪ সদস্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৭ জুলাই ২০২১

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। করোনাভাইরাসে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪০৪ জন সদস্য আক্রান্ত হয়েছেন। এর মাঝে মারা গেছেন ৩ জন সদস্য।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সর্বশেষ সোমবার (২৬ জুলাই) এই তথ্য হালনাগাদ করা হয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৩৫৮ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে এবং আইসোলেশনে আছেন ৪৩ জন।’

এর আগে সর্বশেষ ২২ জুলাই অবসরে যাওয়ার মাত্র ৩ মাস আগে অধিদফতরের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রধান (উপ-পরিচালক) আবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

আবুল হোসেন ১৯৮৩ সালের ৭ ডিসেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে স্টেশন অফিসার হিসেবে যোগ দেন। এরপর তিনি দীর্ঘ কর্মজীবনে ওয়্যার হাউস ইন্সপেক্টর, সিনিয়র স্টেশন অফিসার, উপ-সহকারী পরিচালক এবং সহকারী পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

২০১৭ সালে আবুল হোসেন উপ-পরিচালক পদে পদোন্নতি পান। ২০২০ সালের ৯ জানুয়ারি থেকে ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পালন করছিলেন। আগামী ২ অক্টোবর তার চাকরি শেষে অবসরে যাওয়ার কথা ছিল।

টিটি/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।