ঢামেক হাসপাতালের নতুন ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৭ জুলাই ২০২১
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের দুই তলার সিঁড়ি থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। মৃত বৃদ্ধার বয়স আনুমানিক (৬৫) বছর।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দুই তলার সিঁড়ি থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করি। পরে মরদেহের আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

এসআই দীপক বালা বলেন, ‘আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পারি, ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিল। ঢাকা মেডিকেলের রোগীর স্বজনদের কাছে থেকে খাবার চেয়ে খেত। ওই খানে থাকত, ওই খানেই ঘুমাত। আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সে ওইখানে পড়ে থাকলে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি।’

তিনি আরও বলেন, ‘মৃত বৃদ্ধার এখনো নাম-পরিচয় জানা যায়নি। আমরা ক্রাইমসিনকে খবর দিয়েছি, ফিঙ্গারপ্রিন্ট পেলে বিস্তারিত জানা যাবে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

মৃত নারীর পরনে হলুদ সালোয়ার ও নীল প্রিন্টের কামিজ ছিল বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।