জকিগঞ্জে মেয়রপ্রার্থী ফারুকের মনোনয়ন বৈধ ঘোষণা


প্রকাশিত: ০১:০৯ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫

সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফারুক আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকেলে সিলেট জেলা প্রশাসকের পৌর নির্বাচনের আপিল বিভাগ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় প্রকাশ করেন জেলা প্রশাসক।

গত ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ফারুক আহমদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন উপজেলা রির্টানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা মোবাশ্বেরুল ইসলাম। বৃহস্পতিবার ফারুক আহমদ মনোনয়ন ফিরে পেতে সিলেট জেলা প্রশাসকের পৌর নির্বাচনের আপিল বিভাগে আপিল করেন। ওই দিন বিকেলে শুনানি অনুষ্ঠিত হয়। বিকেলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় প্রকাশ করেন জেলা প্রশাসক।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচন প্রতিহত করার আন্দোলনের মামলায় পাঁচ বছরের সাজাভোগ এবং মামলার কাগজপত্র দেখাতে না পারার কারণে উপজেলা রির্টানিং কর্মকর্তা তাহার মনোনয়নপত্র বাতিল করেন।

ছামির মাহমুদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।