বাংলাদেশি পর্বতারোহী দলের পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠিত


প্রকাশিত: ১১:২০ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

হিমালয়ের ` কেয়াজো-রি` শিখর বিজয়ী বাংলাদেশি পর্বতারোহী দলের পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠিত হয়েছে। পতাকা-প্রত্যর্পণ উপলক্ষে শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এভারেস্টের দক্ষিণ-পশ্চিমে ২০ হাজার ২শ’ ৯৫ ফুট উঁচু ` কেয়াজো-রি` শিখরটি সলু-খুম্বু অঞ্চলের অন্যতম দূর্গম পর্বত। বাংলাদেশের পর্বতারোহী দলটি ২৭ অক্টোবর নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করে এবং ৩০ অক্টোবর হিমালয়ের ৮ হাজার ৩ শত ১৭ ফুট উঁচু লুকালা বিমানবন্দর থেকে ট্রেকিং শুরু করে এবং প্রায় ৫০ কি.মি হেটে ৪ নভেম্বর বেস ক্যাম্পে (১৪,৭০০ ফুট) পৌঁছায়।

৬ নভেম্বর অভিযাত্রী ১৭ হাজার ২ শত ফুট উচ্চতায় হাই-ক্যাম্প স্থাপন করে, এবং ৭ নভেম্বর রাত ১ টায় হাইক্যাম্প থেকে গাইশ দা কিপা শেরপা ও কিলি পেম্পা শেরপাকে সাথে নিয়ে পাঁচ পর্বতারোহী চূড়ান্ত-আরোহণ শুরু করেন।

তারা জানান, প্রায় ১ হাজার ৬ শত ফুট দীর্ঘ বিপজ্জনক পাথরের দেয়াল ও বোল্ডার পার হয় এবং প্রায় ১ হাজার ৫ শ’ ফুট হিমাবাহের দেয়ালে আইস অ্যাক্স, ক্রাম্পন ও জুমারের সাহায্যে আরোহণ শেষে ৭ নভেম্বর নেপাল সময় সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশের তিন পর্বতারোহী, এম এ মুহিত,কাজী বাহ্লুল মজনু, ও ইকরামুল হাসান শাকিল ` কেয়াজো-রি` শীর্ষে আহরোণ করেন।

এ অভিযানে ইকরামুল হাসান শাকিল প্রথম, কাজী বাহলুল মজনু চতুর্থ এবং এম এ মুহিত ষষ্ঠবার ৬ হাজার মিটার শিখরে আহরোণ করলেন (মুহিত ইতিপূর্বে এভারেস্টসহ ৮ হাজার মিটারের তিনটি শিখর চার বার জয় করেছেন)। দলের অপর সদস্য নূর মোহাম্মদ ও শামীম তালুকদার ৫ হাজার ৮ শ মিটার এবং শায়লা পারভিন ও ফৌজিয়া আহমেদ ৪ হাজার ৭শ’ ২৫ মিটার  পর্যন্ত আহরোণ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, `কেয়াজো-রি` অভিযানটি পরিচালনা করেছে বাংলা মাইন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিংক্লাব এবং যৌথভাবে স্পন্সর করেছে এপেক্স গ্রুপ, শাহ সিমেন্ট, বিজিএমইএ,বার্জার পেইন্টাস বাংলাদেশ লিমিটেড ও জনতা ব্যাংক লিমিটেড।

সংবাদ সম্মেলনে, অভিযানের দলনেতা এম এ মুহিত ` কেয়াজো-রি` শিখরে  উন্নীত জাতীয় পতাকাটি প্রত্যর্পণ করেন এবং অভিযানের স্লাইড দেখান। দলের অপর ছয় অভিযাত্রী অভিযানের অভিজ্ঞতা বর্ণনা করেন।

পতাকা প্রত্যর্পণ ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, রাশেদা কে চৌধুরী, বিজিএমইএ`র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, জনতা ব্যাংক লিমিটিডের রির্সাচ ও প্ল্যানিং ডিভিশনের জিএম আফজালুল বাসার, বার্জার পেইন্টাস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার এম আর অ্যান্ড সি আই রেইনা আশফীন খান প্রমুখ।

এএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।