আচরণবিধি না মানলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়


প্রকাশিত: ১১:০০ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

যারা নির্বাচনী আচরণবিধি ভঙ করেছেন ইতোমধ্যে তারা দুঃখ প্রকাশ করেছেন। আর আচরণবিধি আমাদের সবাইকে অনুসরণ করতে হবে নইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার বেলা ১২টার দিকে মাদারীপুর কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নৌমন্ত্রী।

এ সময় সহিংসতার আশঙ্কা করে নৌমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আগের নির্বাচনগুলোতেও যেমন সহিংসতা করেছে এবারো তারা করতে পারে।

মন্ত্রী বলেন, জনগণ যাকে পছন্দ করবেন তাকেই ভোট দিবেন। তবে আমি বিশ্বাস করি বিগত কিছু দিনের রাজনীতিতে যেভাবে মানুষ খুন করেছে, সম্পদ পুড়িয়েছে তাদের জনগণ সমর্থন করবেন আমি বিশ্বাস করি না। তাই আমরা আশা করি জনগণ শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিবেন।

তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্ব বাকবিশিসের মাদারীপুর শাখার সদস্য সচিব ড.বশীর আহম্মদ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. করুনাময় গোস্বামী, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।