কানাডার প্রধানমন্ত্রী স্বাগত জানালেন সিরীয় শরণার্থীদের


প্রকাশিত: ১০:৪৪ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

কানাডার নয়া প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদো ১৬৩ জন সিরীয় শরণার্থীর প্রথম দলকে স্বাগত জানিয়েছেন। এ লক্ষ্যে বৃহস্পতিবার রাতেই টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বৃহস্পতিবার মধ্যরাতের অাগেই সিরীয় শরণার্থীদের প্রথম দলটির বহরকারী একটি সামরিক বিমান বিমানবন্দরে পৌঁছে।

টরন্টো বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দিয়েছেন শহরটির মেয়র জন টরি, অভিবাসন, স্বাস্থ্য ও প্রতিরক্ষা মন্ত্রীরা এবং বিরোধী দলের সদস্যরা।

দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী জন ম্যাককালাম জানান, কানাডার ১০টি রাজ্যই শরণার্থী গ্রহণ করার ব্যাপারে সম্মত হয়েছে। কানাডার জন্য এ এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এর মধ্যদিয়ে আমাদের প্রকৃত পরিচয় প্রকাশ পেয়েছে। এটি সত্যিই নির্দলীয় জাতীয় প্রকল্প।

জাস্টিন ত্রুদোর নেতৃত্বাধীন লিবারেল পার্টি নির্বাচনে জয়লাভের পরপরই ২৫ হাজার সিরীয় শরণার্থীকে অাশ্রয় দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অাগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ তাদের দেশটিতে পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ৩০০ সিরীয় শরণার্থীর দেশটিতে পৌঁছার কথা রয়েছে।  এর মধ্যে ১৬৩ জনের একটি দল গতকাল রাতেই টরন্টোতে পৌঁছে। বাকিরা আরেকটি সামরিক বিমানে করে আগামীকাল শনিবার মন্ট্রিলে পৌঁছাবে।

এদিকে, ২৫ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে জর্ডান ও লেবাননে প্রতিদিস প্রায় ৮০০ সিরীয় নাগরিকের স্বাস্থ্য ও আনুষঙ্গিক পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।