রুয়ান্ডা গণহত্যার অন্যতম হোতা গ্রেফতার


প্রকাশিত: ১০:১৩ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

১৯৯৪ সালে রুয়ান্ডায় গণহত্যায় জড়িত শেষ সন্দেহভাজনদের একজনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির প্রতিবেশী ডেমক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ৫৩ বছর বয়সী লেডিসলাস টিগানসোয়াকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসি।
 
বিবিসি জানায়, লেডিসলাস টিগানসোয়ার বিরুদ্ধে গণধর্ষণ ও গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
 
এর আগে যুক্তরাষ্ট্র টিগানসোয়াকে ধরিয়ে দেয়ার জন্য ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। তাকে ওই গণহত্যায় অন্যতম প্রধান উস্কানিদাতা ও সংগঠক বলে মনে করে যুক্তরাষ্ট্র। টিগানসোয়া এবং তার আইনজীবী এসব অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
 
১৯৯৪ সালে ওই গণহত্যার ঘটনায় প্রায় ৮ লাখ মানুষ নিহত হন। ওই ঘটনার জন্য দায়ী ৯ জন সন্দেহভাজনের অন্যতম টিগানসোয়া।
 রুয়ান্ডার সংখ্যাগরিষ্ঠ হুতু সমপ্রদায়ের মিলিশিয়া বাহিনী তুতসি ও উদার হুতুদের নির্বিচারে হত্যা করে।
 
রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটিআর) আইন কর্মকর্তা হাসান বুবাকার জাল্লো বলেছেন, টিগানসোয়া ছিলেন ‘একজন বড় হোতা’।
 
এদিকে, আইসিটিআর জানিয়েছে, ১৯৯৪ সালের ১৪ থেকে ১৮ এপ্রিলের মধ্যে ২০ হাজারেরও বেশি তুতসি সম্প্রদায়ের মানুষ হত্যায় টিগানসোয়া জড়িত ছিলেন।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।