বুদ্ধি ধারণের কৃত্রিম যন্ত্র আবিষ্কারে অগ্রগতি
কৃত্রিম যন্ত্রে মানব মস্তিষ্কের মতো বুদ্ধি ধারণের বিজ্ঞানে আরো এক ধাপ অগ্রগতি হলো। বিজ্ঞানীরা এমন একটি মেশিন উদ্ভাবন করেছেন যেটা মানুষের মস্তিষ্কের মতোই নতুন তথ্য সম্পর্কে শিখতে পারে। বৃহস্পতিবার গবেষকরা এ কথা জানিয়েছেন। খবর-বাসস’র।
একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় একে একটি কম্পিউটার মডেল হিসেবে বর্ণনা করে বলা হয়েছে, এই কম্পিউটার মডেলটির মানুষের মতো একটি উদাহরণ থেকে নতুন নতুন ধারণা শিখতে সক্ষম। এর মাধ্যমে বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিবৃত্তি সৃষ্টির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, যদিও প্রাথমিক পর্যায়ে মডেলটি এখন শুধুমাত্র অক্ষর থেকে লিখা শিখতে পারে। তবে ভবিষ্যতে এটা নাচ, সংকেত, অঙ্গভঙ্গি, কথা বলা ও ইঙ্গিত ভাষার মতো চিহ্নভিত্তিক জিনিসও শিখতে পারবে।
ম্যাসাচুসেটস ইন্সটিটিউ ফর টেকনোলোজি (এমআইটি)’র প্রফেসর জশুয়া তেনেনবাউয়াম জানান, তিনি এমন একটি মেশিন তৈরি করতে চান যেটা বালক-বালিকাদের মানসিক সামর্থ্যকে অনুকরণ করতে সক্ষম।
আরএস/পিআর