গ্যাস সংযোগ বন্ধের নির্দেশনা প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪১ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

মৌখিকভাবে নতুন আবাসিক গ্যাস সংযোগ বন্ধের নির্দেশনা প্রত্যাহার করার দাবি জানিয়েছে তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি জাকির খান। তিনি বলেন, এ বছরের শেষ দিকে আকস্মিকভাবে পাইপের সংকটের কথা বলে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি জানান, তিতাস গ্যাসের অধীনে প্রায় ৫০০ ঠিকাদার রয়েছেন যারা সংযোগ আগ্রহী গ্রহিতাদের কাছ থেকে কাজের পূর্বেই সম্পূর্ণ টাকা জমা নিয়েছেন। এ জন্য গ্যাস লাইন সংযোগ প্রত্যাশীরা আমাদের বারবার চাপ দিয়ে আসছেন।

তিনি আরও বলেন, দেশে আবাসিক খাতে মাত্র শতকরা ৯-১০ ভাগ গ্যাস ব্যবহার করা হয়। তাই নতুন গ্যাস সংযোগ বন্ধ করার কোন প্রয়োজন নাই।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-সংগঠনের সহ-সভাপতি সৈয়দ নুরুল ইসলাম ইকবাল, সাধারণ সম্পাদক গাজী ইব্রাহিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম পাঠোয়ারী প্রমুখ।

এএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।