আমির পাকিস্তান দলকে শক্তিশালী করবে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:১৮ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে কয়েক মাস আগে ক্রিকেটে ফিরেছেন পাকিস্তান ফাস্ট বোলার মোহাম্মদ আমির। ঘরোয়া ক্রিকটে খেলার পর বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুন পারফরমেন্স করছেন তিনি। হতে পারে আগামী মাসে নিউজিল্যান্ড সফরেই জাতীয় দলে ফিরতে পারেন তিনি। তার ফেরা নিয়ে মতান্তর থাকলেও কিংবদন্তী ফাস্ট বোলার ওয়াসিম আকরাম আবারো বাঁ-হাতি পেসার আমিরের পাকিস্তান দলে ফেরার পক্ষেই কথা বলেছেন।

আমির সম্পর্কে  ওয়াসিম আকরাম বলেন, ‘আমির তার কৃতকর্মের শাস্তি পেয়েছে এবং এখন অবশ্যই তাকে পাকিস্তান জাতীয় দলে ফেরানোটা মেনে নিতি হবে। যেহেতু এই মুহূর্তে সেরা বোলার তাই আমিরের ফেরাটা পাকিস্তান দলকে শক্তিশালী করবে।’

আগামী বছর জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সিরিজেই আমিরকে দলে ফেরানোর বিবেচনা করা হতে পারে-পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের এমন আভাসের সঙ্গেও একমত পোষণ করেন আকরাম।

পাকিস্তান কোচ ওয়াকার ইউনিস আমিরের বিষয়ে গত সপ্তাহে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন এবং তরুণ এ ফাস্ট বোলারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পক্ষেই মত দিয়ে বলেন, ‘আমির তার সাজা খেটেছে এবং পুনরায় ক্রিকেটে ফেরা ও তার পারফরমেন্সের ঝলক দেখানোটা তার প্রাপ্য।’

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।