শনিবার বকুলতলায় জাতীয় নবান্ন উৎসব


প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৪ নভেম্বর ২০১৪
ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শনিবার  নবান্ন উৎসব ১৪২১ উদ্যাপিত হবে। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে নবান্ন শোভাযাত্রা। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ আয়োজিত এই উৎসব সকাল ৭টা থেকে শুরু হবে বাঁশির সুরে। উৎসবের উদ্বোধন করবেন ভাষাসংগ্রামী আহমদ রফিক। উদ্বোধনী নবান্ন কথনে অংশ নেবেন পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান ও আহ্বায়ক শাহরিয়ার সালামসহ বিশিষ্টজন।

উৎসবে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নবান্নকথন, শোভাযাত্রা, পিঠা-পায়েশ, মুড়ি-মুড়কি, বাউলগান, ক্ষুদ্র-নৃগোষ্ঠি সংস্কৃতি পরিবেশিত হবে।

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ শ্লোগানকে ধারণ করে উৎসবে প্রায় ৪০ টি সঙ্গীত ও নৃত্য সংগঠনসহ চার শতাধিক শিল্পী অংশ নেবেন। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।