পাকিস্তান লিগে বাংলাদেশি ১০ ক্রিকেটার


প্রকাশিত: ০৪:৩০ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), অস্ট্রেলিয়ার বিগব্যাশ কিংবা ক্যারিবিয়ান লিগ পৃথিবীর সেরা লিগগুলোতে খেলেছে বাংলাদেশি ক্রিকেটাররা। এবার বাংলাদেশিদের বিদেশি সুপার লিগের তালিকায় যোগ হচ্ছে পাকিস্তানের নাম।

আগামী বছরের ৪ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আর এ টুর্নামেন্টে বাংলাদেশের দশ ক্রিকেটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। পাঁচ ফ্রাঞ্চাইজির এ টুর্নামেন্টর জন্যে ৩০৮ ক্রিকেটারকে বাছাই করেছে পিএসএল গভর্নিং কাউন্সিল। এতে দেশি (পাকিস্তানের) ক্রিকেটারের সংখ্যা ১৩৭ ও বিদেশি ক্রিকেটার ১৭১ জন।  

ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে- প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমারজিং। ক্যাটাগরি অনুযায়ী সাকিব আল হাসান খেলোয়াড় তালিকায় সবার ওপরে আছেন। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ‘প্লাটিনাম’ ক্যাটাগরিতে সাকিবের জায়গা হয়েছে। এ ক্যাটাগরিতে অন্যান্য বিদেশি ক্রিকেটার হলেন ক্রিস গেইল, কেভিন পিটারসেন, শেন ওয়াটসন ও কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনের মতো তারকারা।
 
ডায়মন্ড ক্যাটাগরিতে না থাকলেও ‘গোল্ড’ ক্যাটাগরিতে আছেন বাংলাদেশে পাঁচ ক্রিকেটার। তারা হলেন- তামিম ইকবাল, সৌম্য সরকারমুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম শাহরিয়ার নাফিস। সিলভার ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, ইমরুল কায়েসমাহমুদউল্লাহ রিয়াদএনামুল হক বিজয়

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।