জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা আসছে বিকেলে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০২ এএম, ২৪ জুলাই ২০২১

জাপান থেকে কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে পাওয়া ২ লাখ ৪৫ হাজার ২০০ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে আসছে আজ (শনিবার)। ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি বিমানে বিকেল ৩টা ২০ মিনিটে এই ভ্যাকসিনের চালান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।

শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

জানা গেছে, জাপান বাংলাদেশকে কয়েক ধাপে ২৯ লাখ আ্যস্ট্রাজেনেকার টিকা দেবে। এই টিকার প্রথম চালান দেশে আসছে শনিবার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করবেন। এগুলো হস্তান্তর করবেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

প্রসঙ্গত, করোনা টিকা সরবরাহের বৈশ্বিক জোট কভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটির (কোভ্যাক্স) মাধ্যমে টিকা পাচ্ছে বাংলাদেশ। কোভ্যাক্স থেকে আগে বাংলাদেশের মোট জনসংখ্যার ২০ শতাংশকে টিকা দেয়ার কথা বলা হয়েছিল। সে হিসেবে বাংলাদেশের ছয় কোটি ৮০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা। মূলত, কোভ্যাক্সে দুইভাবে টিকা সংগ্রহ করা হয়। বিশ্বের বিভিন্ন ধনী দেশ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কোভ্যাক্সকে টিকা কিনে দেয় অথবা টিকা কেনার টাকা পরিশোধ করে।

এমইউ/এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।