শাহজালালে কোটি টাকার গার্মেন্টস পণ্য জব্দ


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে আমদানিকৃত ২০০ কেজি গার্মেন্টস পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর পণ্যগুলো জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।
 
এক ক্ষুদে বার্তায় শুল্ক গোয়েন্দা জানায়, পণ্যগুলো পাকিস্তান থেকে একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুয়া কাগজপত্র দেখিয়ে এয়ার ফ্রাইট ইউনিট থেকে খালাসের সময় এগুলো জব্দ করা হয়।
 
পণ্যগুলোর মধ্যে রয়েছে, ১১ রোল ডেনিম শার্টিং ও সুটিংয়ের কাপড় এবং ১১ কার্টন কাপড়ের এক্সেসোরিজ।
 
জব্দ পণ্যের আনুমানিক মূল্য এক কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।

এআর/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।