বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ১২৫জনের জরিমানা


প্রকাশিত: ০২:১৭ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

বিনা টিকেটে ট্রেন ভ্রমণের অভিযোগে গাজীপুরে ১২৫ জন যাত্রীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অভিযোগে বিকেলে জয়দেবপুর রেলওয়ে জংশনে এক অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ট্রেনে টিকেটবিহীন ভ্রমণকারী ১২৫জন যাত্রীকে আটক এবং ১৯ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া একই দিন বিকেলে রেলওয়ে জংশনে গাঁজা সেবনের অপরাধে রাজা (১৬) নামের এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।