ঘণ্টাব্যাপী খালেদা-পঙ্কজ বৈঠক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। বৃহস্পতিবার রাত পৌনে ৭টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাতে শুরু হওয়া এ বৈঠক রাত পৌনে ৮টায় শেষ হয়।
ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার রাতে মঈন খানের বাসায় বৈঠক করেছিলেন পঙ্কজ শরণ। বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এমএম/একে/আরআইপি