বিয়ের বয়স ১৮ বছর বহালের দাবি


প্রকাশিত: ১২:০৮ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষ্যে প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি প্রচলিত দৃষ্টিভঙ্গি, বৈষম্য, সম্পদ-সম্পত্তিতে অধিকারহীনতা, মূল্যবোধের অবক্ষয়, ন্যায়বিচার প্রাপ্তিতে বাধা ও সহিংসতা নির্যাতনের মূল কারণ হিসেবে কাজ করছে। সমাজের মধ্যে থেকে নারী ও কন্যাশিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে সংগঠিত প্রবল প্রতিরোধ না থাকায় এ ধরনের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

তারা আরো বলেন, সমাজের যে শিকড় পরিবার সেই পরিবারের মধ্যেই পুরুষ সদস্যদের কারো কারো হাতে নারী ও কন্যাশিশুরা শুধু শারীরিক ও মানসিক নয়, বর্বরতম যৌন নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়। আর এ ঘটনা ব্যতিক্রম ছাড়া পরিবারও ওই সকল নারী ও কন্যাশিশু নির্যাতনকারী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এগিয়ে আসে না। ফলে পরিবার যেখানে নারী ও কন্যাশিশুর অভয়ের জায়গা হওয়ার কথা তা হয় না।

নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ মাস (নভেম্বর, ২০১৫) পালনের পাশাপাশি জাতিসংঘ ও বিশ্ব নারী আন্দোলনের ঘোষণা অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশে প্রতি বছরের ন্যায় এ বছরও ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হচ্ছে।

মানববন্ধনে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, সাধারণ সম্পাদক মালেকা বানু সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এএস/এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।