কাঁদলেন ফখরুল
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটের সেমিনার কক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে দেখা যায়নি দলটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে।
বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর। বক্তব্যের শুরুতেই আবেগে আপ্লুত হন তিনি। এসময় তার কণ্ঠ ভারি হয়ে ওঠে।
বিএনপির বিভিন্ন পর্যায়ের যেসব নেতাকর্মী গুম হয়ে আছে বলা হচ্ছে তাদের স্বজনদের সামনে বক্তব্য দিতে গিয়ে এভাবেই অশ্রুসিক্ত হয়ে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
সভার শুরুতে গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের স্বজন হারানোর ব্যথার কথা তুলে ধরেন। এসময় গুম হওয়া তিন নেতার শিশু সন্তানেরা প্রধানমন্ত্রীর কাছে তাদের বাবাকে ফিরিয়ে দেয়ার আকুল আবেদন জানায়।
এছাড়া কান্নাজড়িত কণ্ঠে কয়েকটি পরিবারের সদস্যরা সন্তানকে খুঁজে না পাওয়ার অনুভূতির কথা তুলে ধরেন। ভুক্তভোগী পরিবারের সদস্যদের কথা শুনে অবশ্য তখন আসনে অবস্থানরত মির্জা ফখরুলকে অঝোরে কাঁদতে দেখা গেছে।
তিনি বলেন, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাকে ডাবল স্ট্যান্ডার্ড মনে হয়। একদিকে মানবাধিকারের কথা বলা হয় অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনে ব্যবস্থা নেয়া হচ্ছে না। তিনি আরো বলেন, কেবলমাত্র বাংলাদেশেই নয়, সমগ্র পৃথিবীতে মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের নীতিকে সামনে রেখে আন্দোলন করতে হবে। বাংলাদেশের মানুষ হারতে শেখেনি। গণতন্ত্রের মৌলিক অধিকার ফিরে পেতে আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এতে অংশ নিয়ে আরো বক্তব্য রাখেন; বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
অালোচনা সভা পরিচালনা করেন- দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
এমএম/এসএইচএস/আরআইপি