বিজয়ের মাসে আরেকটি বিজয় পদ্মাসেতু
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের মাসে আরেকটি বিজয়, সেটি হচ্ছে আমাদের পদ্মাসেতু। পদ্মাসেতু কোনো স্বপ্ন নয়, এটা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ১২ ডিসেম্বর শনিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর মূল পিলার এবং নদী শাসন প্রকল্প উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মাঝির ঘাটের নাওডোবায় পদ্মা সেতুর উদ্বোধনী মঞ্চ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, আগে পদ্মাসেতু নির্মাণের কথা শুনলেই আমাদের কাছে স্বপ্ন মনে হতো। এখন সেই স্বপ্নের পদ্মাসেতু বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক প্রমুখ।
ছগির হোসেন/এআরএ/আরআইপি