চালনা ও পাইকগাছায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা


প্রকাশিত: ১০:১৭ এএম, ১০ ডিসেম্বর ২০১৫

এখনো প্রতীক বরাদ্দ হয়নি। ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। তার আগেই আনুষ্ঠানিক প্রচারণায় নেমে পড়েছেন খুলনার পাইকগাছা ও চালনা পৌরসভার প্রার্থীরা। ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীদের বিশ্লেষণে থেমে নেই ভোটাররাও।

প্রতীক বরাদ্দের পরেই মূল প্রচারণা শুরু হবে বলে মনে করছেন প্রার্থী ও ভোটাররা। খুলনার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, আগামী ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর ১৪ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। বুধবার থেকে শান্তিপূর্ণ পরিবেশে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।

জেলার পাইকগাছা পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোর থেকে বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করেছেন তারা। নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রথম ভোট প্রার্থনায় ছুটে গেছেন প্রার্থীরা।

এবারের নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কবিতা দাশ নির্বাচিত হওয়ায় বাকি দুটি আসনে পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনীয় প্রচারণায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর, বিএনপি মনোনীত প্রার্থী আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জিএম আব্দুস সাত্তার এবং স্বতন্ত্র পার্থী হিসেবে রয়েছেন জামায়াত নেতা অ্যাড. আব্দুল মজিদ।

যে যার মতো করে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কোলাকুলি করছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী সেলিম জাহাঙ্গীর গোপালপুর ও সরল এলাকায় গণসংযোগের মধ্য দিয়ে প্রচারণা কার্যক্রম শুরু করেন। এসময় তিনি পুনরায় মেয়র নির্বাচিত করার জন্য সকলের কাছে দোয়া ও ভোট প্রদানের আহ্বান জানান। বিএনপির প্রার্থী অ্যাড. জিএম আব্দুস সাত্তার সকালে সরল এলাকা থেকে প্রচারণা কার্যক্রম শুরু করেন।

তিনি বলেন, বর্তমানে নির্বাচনী পরিবেশ খুবই ভালো রয়েছে। এভাবে যদি পরিবেশ থাকে তাহলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। একই সঙ্গে নির্বাচনের পূর্বে গণ গ্রেফতার অভিযান বন্ধের দাবি জানান তিনি। স্বতন্ত্র প্রার্থী অ্যাড. আব্দুল মজিদ শিববাটি থেকে দিনের কার্যক্রম শুরু করেন। এরপর বাতিখালীতেও গণসংযোগ করেন। তিনি সকল প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানিয়েছেন।

চালনা পৌরসভা এলাকায়ও উৎসব মুখর পরিবেশে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছেন। স্বতন্ত্র প্রার্থী একটু ঢিলেঢালাভাবে প্রচারণা শুরু করলেও কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীরা আনন্দঘন পরিবেশে প্রচারণা শুরু করলেন। মেয়র পদে তিনজন, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন প্রচারণা শুরু করেছেন।

মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও চালনা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনৎ কুমার বিশ্বাস, বিএনপির মনোনীত প্রার্থী চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক শেখ আব্দুল মান্নান, বর্তমান মেয়র (স্বতন্ত্র) অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার মণ্ডল সারাদিন শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রচার-প্রচারণা করেছেন।

বিএনপির প্রার্থী শেখ আব্দুল মান্নান জাগো নিউজকে বলেন, প্রচারণার প্রথম দিনেই মনে হয়েছে মানুষ সুষ্ঠু পরিবেশ পেলেই আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষ প্রতীকেই ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। স্বতন্ত্র প্রার্থী ড. অচিন্ত্য কুমার মণ্ডল বলেন, সারাদিন পৌরসভার বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময় করেছি মার্কা পেলেই ভোট প্রার্থনায় যাবো।

আলমগীর হান্নান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।