বেকসুর খালাস পেলেন সালমান খান
অবশেষে খুনের মামলা থেকে বেকসুর খালাস পেলেন বজরঙ্গি ভাইজান খ্যাত সালমান খান। দীর্ঘ ১৩ বছর চলমান থাকার পর অবশেষে চুড়ান্ত রায় দেয়া হলো সালমানের বিরুদ্ধে করা হিট এন্ড রান মামলার। ২০০২ সালের ২৭ সেপ্টেম্বর রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মুম্বাইয়ের বান্দ্রা শহরতলি এলাকায় এক ঘুমন্ত পথচারীকে খুন ও আরও চারজনকে জখম করার অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে।
এর পর ২০০৬ সালে বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে এই মোকদ্দমা শুরু হয়। সালমানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ (অসতর্কভাবে গাড়ি চালানো), ২৭৯ (এলোপাথাড়ি ড্রাইভিং), ৩৩৭ (আঘাত করা), ৩৩৮ (গুরুতর আঘাত করা), ৪২৭ (অসাবধানতাজনিত অপরাধ) ধারায় মামলা রুজু করা হয়।
আজ বৃহস্পতিবার মামলাটির চুড়ান্ত রায় ঘোষণা করে মুম্বাই আদালত। মুম্বাই হাইকোর্টের একটি বেঞ্চ সালমানের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে তাকে বেকসুর খালাস দেন।
প্রসিকিউশন সালমানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর কোনোটিই আপীল শুনানিতে যথাযোগ্যভাবে প্রমাণিত হয়নি বলে কোর্ট সূত্রে জানা গেছে।
এর পূর্বে চলতি বছরের ৬ মে, ১৩ বছর ধরে চলতে থাকা মামলার রায়ে হত্যার দায়ে সালমানের পাঁচ বছরের কারাদণ্ড ও একই সঙ্গে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ২৫ হাজার টাকার জরিমানা করে আদালত। পরবর্তীতে সালমান খান এ রায়ের বিরুদ্ধে আপিল করেন এবং আপীলের চুড়ান্ত রায় দেয়া হলো আজ।
খুনের মামলা থেকে সালমান খানের বেকসুর খালাস পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে তার পরিবার, বন্ধু ও বলিউডের সহকর্মীরা। সেইসাথে মুম্বাইয়ের আদালতে চত্বরে সালমান ভক্তরা একটি বিজয় মিছিলও বের করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
আরএএইচ/এলএ