নালিতাবাড়ীতে গৃহপালিত পশুর টিকাদান কর্মসূচি


প্রকাশিত: ০৯:২২ এএম, ১০ ডিসেম্বর ২০১৫

উপজেলা প্রাণি সম্পদ অফিস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নালিতাবাড়ী এডিপির যৌথ উদ্যোগে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ৪ দিনব্যাপি গৃহপালিত পশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা হাজী আব্দুল খালেক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও বেলতৈল সরকালরি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় এলাকার স্থানীয় জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে গরু, ছাগল ও মহিষ টিকাদান কেন্দ্রে নিয়ে আসেন এবং নিয়ে আনা গৃহপালিত পশুকে টিকা দেন।

চলতি মাসে (ডিসেম্বর) উপজেলার আরো ৩টি ইউনিয়নের (পোড়াগাঁও, কাকরকান্দি ও রূপনারায়নকুড়া) ৬টি কেন্দ্রে এই টিকা দান কর্মসূচি পালন করা হবে বলে জানান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নালিতাবাড়ী এডিপির অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার বিনয় রংদী।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।