পদ্মা সেতুর মূল পিলারের উদ্বোধন শনিবার


প্রকাশিত: ০৯:০৫ এএম, ১০ ডিসেম্বর ২০১৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু কোনো স্বপ্ন নয়, এটা এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী (১২ ডিসেম্বর ) শনিবার  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মূল পিলার এবং নদী শাসন প্রকল্প উদ্বোধন করবেন।  

বৃহস্পতিবার বেলা ১১ টায় শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মাঝির ঘাটের নাওডোবায় পদ্মা সেতুর উদ্বোধনী মঞ্চ পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব ব্যাংক যখন পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে টাকা বরাদ্দ দেয়ার জন্য অপরাগতা প্রকাশ করলেন ঠিক তখনই আমাদের প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিলেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণাটি শুনে আমাদের কাছে প্রথম অবাস্তব মনে হয়েছিল। কিন্তু আজ তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর অদম্য ইচ্ছা শক্তির কাছে আমরা হেরে গেছি।

Padma

তিনি আরও বলেন, এই পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে জমি অধিগ্রহণের সময় অনেক কৃষকের পৈত্রিক ভিটা মাটি পর্যন্ত চলে গেছে। তারপরও এদেশের মানুষ পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে পিছপা হয়নি। আজ তাদের এই কষ্টার্জিত সেতুর মূল পিলার এবং নদী শাসন প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নেবে।

এ সময় আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এনামুল হক শামীম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ- সম্পাদক মেহেদী জামিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ভিখারুদ্দৌলা চৌধুরী, অতিরিক্তি পুলিশ সুপার এহ্সান শাহ,  বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড শরীয়তপুর জেলা কমান্ডার আবদুস সাত্তার, ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ছাত্রলীগ শরীয়তপুর জেলা শাখার সাবেক সভাপতি এবং শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি নুরুল আমিন কোতোয়াল, শরীয়তপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হোসেন হাওলাদারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ছগির হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।