বরিশালে যাত্রীবাহী বাস খাদে


প্রকাশিত: ০৯:২০ এএম, ১৪ নভেম্বর ২০১৪

ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত ও নারী ও শিশুসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কসবায় একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান চৌধুরী জানান, সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল থেকে কাওড়াকান্দি (মাওয়া) বিএনএফ পরিবহনের একটি দুরপাল্লার বাস গৌরনদীর কসবায় পৌঁছায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অজ্ঞাত ব্যক্তি নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় আহত হন অন্তত ৩০ জন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহয়তায় আহতদের উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে রুবেল (১৫), রমনী মাঝি (৫০), রাজ্জাক হাওলাদার (৫০), প্রিন্স (২০), মনির হোসেন (২৫), রুবেল হোসেন (২২), ফারুক আলম (৫৮), ফারহান (২২), তহমিনা (২৮) এবং ওলিকে (১০) গুরুতর অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।