বলাকা ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভ চলছে


প্রকাশিত: ০৬:১৪ এএম, ১০ ডিসেম্বর ২০১৫

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিবিএ সংগঠন শ্রমিক লীগের কর্মীরা বলাকা ভবনের প্রধান কার্যালয় ঘেরাও করে রেখেছেন। বাংলাদেশ বিমানের সকল ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবীতে বিমান প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভও করছেন শ্রমিকরা।

Balaka

প্রায় ১ হাজার ৫শ` ক্যাজুয়াল শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশে জাতীয় শ্রমিক লীগের নেতাদের বক্তব্য দেয়ার কথা রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বলাকার সব কর্মকর্তারা ভবনের বাইরে আছেন। কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

আরএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।