রাবিতে শিবির সন্দেহে আটক ২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিয়াউর রহমান হলে শিবিরকর্মী সন্দেহে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাজবেন্ড্রী বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমরান মাহফুজুর রহমান ও ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাজেদুর রহমান মালেক। তাদের ওই হলের ৪২৬ নং ও ৪২৭ নং কক্ষ থেকে আটক করা হয়।
রাবি ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান সুমন জাগো নিউজকে বলেন, আমাদের কাছে শিবির কর্মীদের নাম ও রুম এর তালিকা ছিল। পরে ওই তালিকা অনুযায়ী অনুসন্ধান চালালে মাহফুজুর ও মাজেদুর আগে শিবিরের সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় তাদের মারধর করা হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের হালকা চড়-থাপ্পড় দেয়া হয়েছিল।
মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জাগো নিউজকে বলেন, তাদের শিবির সন্দেহে আটক করা হয়েছে। এখন থানায় এনে জিজ্ঞাবাদ করা হচ্ছে।
রাশেদ রিন্টু/এসএস/পিআর