গেইল তো সবাইকে মারে : শফিউল


প্রকাশিত: ০৮:১৮ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে আগেই ছিটকে পড়েছে চিটাগাং ভাইকিংস। বুধবার বরিশাল বুলসের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে মাঠে নেমেছিল দিলশানবাহিনী। কিন্তু ক্যারিবিয়ান দানব ক্রিস গেইলের তাণ্ডবে আট উইকেটের বড় হারের স্বাদ পায় তারা। তবে গেইল সবাইকেই মারে এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দিচ্ছেন পেসার শফিউল ইসলাম সুহাস।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শফিউল বলেন, “চিন্তা ছিল আমার যেটা শক্তিশালী আমি সেটা করে যাবো। ও যদি জোরাজোরি করে সুযোগ থাকবে। ও তো সবাইকে মারে। আমি চেয়েছিলাম সুযোগ দেবো না। ও জোর করে নেবে।”

এবারের বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়ে দারুণ বোলিং করেছেন শফিউল। ১০ ম্যাচে ১৩টি উইকেট তুলে নিয়েছেন। তবু নিজের বোলিং নিয়ে তৃপ্ত নন। এই প্রসঙ্গে বলেন, “আমার জন্য বিপিএল খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি আমার কাজটা করে গেছি। আরেকটু ভালো করলে আরও ভালো লাগতো। কারো চাওয়া পাওয়ার কম থাকে না। তাই আরেকটু ভালো আশা করেছিলাম।”

দলের সব খেলোয়াড় চেষ্টা করেছেন ভালো খেলার জন্য বলে জানালেন এই ডানহাতি পেসার। ক্রিকেট খেলায় মাঝে মাঝে কারো সময় খারাপ যায়। এটা তাদের হয়েছে বলে মনে করেন তিনি। আগামীতে ভালো খেলার প্রত্যয় প্রকাশ করেন এই ক্রিকেটার।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।