গ্রামীণফোনের নতুন ভিডিও প্যাকেজ
গ্রামীণফোন নিয়ে এলো ভিডিও স্ট্রিমিং অফার । মঙ্গলবার থেকে ইউটিউব, বংগো এবং পপকর্নলাইভ এর সহায়তায় ভিডিও স্ট্রিমিং অফার কার্যকর হয়েছে। যার মাধ্যমে এখন থেকে গ্রাহকরা সর্বনিম্ন ২ টাকায় ভিডিও ক্লিপ দেখতে পাবেন। এই অফারগুলো শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং তারা এর মাধ্যমে উপরে উল্লেখিত ওয়েবসাইটগুলো থেকে ভিডিও দেখতে পাবেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, "আমরা সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। গ্রাহকদের ইন্টারনেটের ব্যবহারকে কার্যকর করতে কনটেন্টের প্রয়োজন। গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ও সঠিক কনটেন্ট ডেভেলপ করতে আমরা বিভিন্ন অংশীদারের সাথে কাজ করছি।"
এ উদ্যোগে গ্রামীণফোনের সাথে অংশীদার হিসেবে আছে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব এবং স্থানীয় অংশীদার হিসেবে আছে বঙ্গ ও পপকর্ন লাইভ।
গ্রামীণফোন গ্রাহকদের জন্য তিন ধরনের ভিডিও প্যাকেজ নিয়ে এসেছে। প্রথম প্যাকেজটি গ্রাহকরা দুই টাকা দিয়ে দু’দিনের জন্য সক্রিয় করতে পারবেন। প্যাকেজটি অ্যাক্টিভেট করতে গ্রাহকে ডায়াল করতে হবে *৫০০০*৩২# এই নম্বরে। দ্বিতীয় প্যাকেজে খরচ হবে ৫টাকা। এ প্যাকেজেরও মেয়াদ থাকবে দুই দিন। প্যাকেজটি অ্যাক্টিভেট করতে গ্রাহকে ডায়াল করতে হবে *৫০০০*৩৩# এই নম্বরে।
সর্বশেষ প্যাকেজের খরচ হবে ১৫টাকা। এ প্যাকেজেরও মেয়াদ থাকবে ৭দিন। প্যাকেজটি অ্যাক্টিভেট করতে গ্রাহকে ডায়াল করতে হবে *৫০০০*৩৪# এই নম্বরে।
গ্রাহকরা এই প্যাকেজগুলোর ডাটা চেক করে দেখতে পারবেন *৫৬৭# এই নম্বরে ডায়াল করে। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন নেহাল আহমেদ, স্টেলার ডিজিটাল লিমিটেডের (বঙ্গ) ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মাদ ভাই এবং পপকর্ন লাইভের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রেদোয়ান রনিসহ গ্রামীণফোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএম/এসকেডি/এমএস