সরকার মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর


প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার এক বাণীতে তিনি এ কথা জানান।

সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও সংগঠনকে মানবাধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালিত হচ্ছে বলে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ১৯৫০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক সর্বজনীন মানবাধিকার ঘোষিত হওয়ার পর মানবাধিকারের প্রতি জাতিসমূহের বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে প্রতিবছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সংবিধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সকল মানবাধিকার ও সুশাসনের নিশ্চয়তা বিধান করা হয়েছে। সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে। পাশপাশি জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০০৯ প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, সরকার দারিদ্র্য বিমোচন, জনগণের জীবনমান উন্নয়নসহ সর্বস্তরে মানবাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এএসএস/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।