উৎকোচ নিয়ে চাকরি দিতে ব্যর্থ হওয়ায় শিক্ষক লাঞ্ছিত


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় উৎকোচ নিয়ে শিক্ষক পদে চাকরি দিতে না পারায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পুলিন মল্লিককে চাকরি প্রার্থীর স্বজনরা লাঞ্ছিত করেছেন। বুধবার দুপুরে উপজেলা শহরের ডাক বাংলোর সামনে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন প্রার্থীর কাছ থেকে বিপুল পরিমাণ উৎকোচ গ্রহণের খবর অন্যান্য প্রার্থীরা জেনে যায়। দুপুরে উপজেলা সদরের ডাক বাংলার সামনে নিয়োগ না পাওয়া রেনু বেগমের কাছ থেকে নেয়া ২ লাখ ৩০ হাজার টাকা ফেরত চান তার স্বজনরা। প্রধান শিক্ষক পুলিন মল্লিক পরে টাকা ফেরত দেয়া হবে জানালে রেনু বেগমের স্বজনরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিন মল্লিককে পথরোধ করে লাঞ্ছিত করেন।

এসময় তার সঙ্গে থাকা সিনিয়র সহকারী শিক্ষক প্রশান্ত জয়ধর ও উপজেলা যুবলীগ নেতা সাইদুল সরদার বিক্ষুব্ধদের হাত থেকে তাকে রক্ষা করেন।

প্রার্থীরদের কাছ থেকে উৎকোচ গ্রহণের কথা অস্বীকার করে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পুলিন মল্লিক জাগো নিউজকে বলেন, ইসলামের শিক্ষায় প্রথম হওয়া প্রার্থীকে নিয়োগ না দেয়ার ব্যাপারে তিনি বলেন, তিনি জামায়াতের লোক। তাই তাকে নিয়োগ দেয়া হয়নি।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাত চন্দ্র হালদার প্রধান শিক্ষক পুলিন মল্লিকের লাঞ্ছিতের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কেন তাকে লাঞ্ছিত করা হয়েছে তা বলতে পারবো না।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জাগো নিউজকে জানান, এ ধরনের কোনো ঘটনা তিনি শোনেননি। তবে কেউ যদি প্রতারণার শিকার হয়ে থাকেন লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাইফ আমীন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।