ময়মনসিংহে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর উদ্বোধন


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

চীন ও বাংলাদেশের যুব চিত্র শিল্পীদের চিত্রকর্ম নিয়ে ময়মনসিংহের জয়নুল আবেদীন সংগ্রহশালা গ্যালারিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী।

বুধবার থেকে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টার আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন চীন দূতাবাসের চার্জ দ্য এফেয়ারস মি. ইয়াং সিসাও।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আবু তাহের, সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন ও মহাসচিব এইচএম জাহাঙ্গীর আলম রানা, সংগ্রহশালার উপ-কীপার ড. বিজয় কৃষ্ণ বণিক প্রমুখ।

পরে অতিথিবৃন্দ চীন ও বাংলাদেশের যুব চিত্র শিল্পীদের ৩০টি চিত্রকর্ম ঘুরে দেখেন। এর মধ্রে বাংলাদেশর শিল্পীদের ১৪টি ও চীনা শিল্পীদের ১৬টি চিত্রকর্ম স্থান পায়।

আতাউল করিম খোকন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।