নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১১ জুলাই ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচগাঁওয়ে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সিটিটিসি বলছে, আস্তানায় বিস্ফোরক দ্রব্য রয়েছে।

রোববার (১১ জুলাই) রাতে সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের অভিযান চলছে। আস্তানায় বিস্ফোরক আছে সন্দেহে আমরা একটি বাড়ি ঘিরে রেখেছি। ঘটনাস্থলে সোয়াট টিম যাচ্ছে।

সিটিটিসি সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজারের পাঁচগাঁও এলাকার ওই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।

টিটি/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।