না.গঞ্জে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড


প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর অভিযানে সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় র‌্যাব-১১ কর্তৃক আটককৃত মাদক ব্যবসায়ী কবীর হোসেনকে (৪০) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আকতার চৌধুরী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ড প্রদান করেন।  

এদিকে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জালালকে আটক করে। পরে ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) নাহিদা বারিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত জালাল ফতুল্লা এলাকার বাসিন্দা।   

জানা যায়, ফতুল্লার ধর্মগঞ্জ দক্ষিণ পাড়া এলাকায় র‌্যাব-১১ এর একটি দল বুধবার সকালে মাদক বিরোধী অভিযান চালিয়ে কবীর হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৮শ` গ্রাম গাঁজাসহ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কবীরকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় হয়।

Karadondo

দণ্ডপ্রাপ্ত কবীর হোসেন ধর্মগঞ্জ দক্ষিণ পাড়া এলাকায় মৃত হাফিজ উদ্দিনের ছেলে। এসময় জব্দকৃত গাঁজা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আকতার চৌধুরীর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর একই দিনে আটক মাদক ব্যবসায়ী জালালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
 
আফরোজা আকতার চৌধুরী জাগো নিউজকে জানান, র্যাব-১১ কর্তৃক আটককৃত মাদক ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
 
মো. শাহাদাত হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।