টেকসই ও সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনকে বাংলাদেশ বেশি গুরুত্ব দিচ্ছে


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, টেকসই ও সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনকে বাংলাদেশ বেশি গুরুত্ব দিচ্ছে। এই মুহূর্তে কয়লাভিত্তিক ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াধীন। ভুটানে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করে জলবিদ্যুৎ আমদানি করার বিষয়টিও প্রায় চূড়ান্ত।

প্রতিমন্ত্রী বুধবার বিদ্যুৎ ভবনে সিংগাপুরের সেমকর্প ও বাংলাদেশের কোল পাওযার জেনারেশন কোম্পানির সাথে মাতারবাড়িতে ‘৭০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প (ফেজ-১)’ স্থাপন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি এ বিদ্যুৎ কেন্দ্র হতে যথাসময়ে বিদ্যুৎ উৎপাদনে আনতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।  

উল্লেখ্য যে, গত ১৫ এপ্রিল ২০১৫ তারিখে সিংগাপুরের সাথে বাংলাদেশে জি-টু-জি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এতে বাংলাদেশে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা, উন্নয়ন, অর্থায়ন, কনস্ট্রাকশন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয় আর্ন্তভুক্ত ছিল। এরই অংশ হিসেবে আজকের সমঝোতা স্মারক চুক্তি। চুক্তিতে বাংলাদেশের পক্ষে কোল পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম ও সেমকর্পের পক্ষে সেমকর্প গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্যাং কিন ফাই স্বাক্ষর করেন।  

এ সময় অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কে. এম. হাসান বক্তব্য রাখেন।

এসএ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।