দিনাজপুর পৌরসভার মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বরখাস্তের আদেশ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এদিকে স্থগিত আদেশের খবর দিনাজপুরে এসে পৌঁছালে পৌরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পৌরসভার চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলমের করা এক আবেদনের প্রেক্ষিতে বুধবার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
গত ৩ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ পৌরমেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে বরখাস্তেরর প্রজ্ঞাপন জারি করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন সৈয়দ জাহাঙ্গীর আলম।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং আসন্ন ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে পুনরায় বিএনপির মেয়র প্রার্থী।
এমদাদুল হক মিলন/এমএএস/এমএস