বরগুনায় আ.লীগ বিদ্রোহী মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ সৃষ্টির অভিযোগ এনে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বরগুনা পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগেরে বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন।
বুধবার সকালে বরগুনা প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি বলেন, জেলা আওয়ামী লীগের কতিপয় নেতা তাকে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর জন্য চাপ সৃষ্টি করছেন। এমতাবস্থায় ভোট কারচুপির মাধ্যমে নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেয়ার আশঙ্কায় রয়েছেন তিনি।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সজাগ দৃষ্টি কামনা করে মো. শাহাদাত হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে বরগুনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে বরগুনা পৌরসভার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
এবারের নির্বাচনেও তার ব্যাপক জনসমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেয়া তার জনসমর্থন সকল প্রার্থীর তুলনায় কম। তাই নির্বাচনে বিজয়ী হতে পারবেন না জেনেই আওয়ামী লীগের কতিপয় প্রভাবশালী নেতাকর্মী আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোট কারচুপির ষড়যন্ত্র করে যাচ্ছেন। পাশাপাশি নানাভাবে তারা নির্বাচনী আচরণবিধিও লঙ্ঘন করে যাচ্ছেন।
মো. সাইফুল ইসলাম মিরাজ/এমজেড/পিআর