ভারত-বাংলাদেশ হাই কমিশনার সামিট শুরু


প্রকাশিত: ০৪:৫৮ এএম, ১৪ নভেম্বর ২০১৪

প্রথমবারের মতো `ইন্ডিয়া-বাংলাদেশ হাই কমিশনার সামিট-২০১৪’ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট হলে শুক্রবার সকাল ৯টায় দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। এই সম্মেলনে প্রথম সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও ইন্ডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘ বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক বাংলাদেশের জন্মলগ্ন থেকে। বঙ্গবন্ধুর হাত ধরে শুরু হওয়া এই সম্পর্কের অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর হাত ধরে শক্তিশালী অবস্থানে এসেছে। এই ধারাবাহিকতা যে ভবিষ্যতেও থাকবে তার একটি বড় প্রমাণ আজকের এই অনুষ্ঠান।’ প্রথমবার এমন একটি সম্মেলন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান মন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।