ব্যাংকে ধাতব মুদ্রা না নেয়ার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫

চাঁপাইনবাবগঞ্জে ব্যাংকে ধাতব মুদ্রা বা কয়েন না নেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারলিপি প্রদান করে স্থানীয় ব্যবসায়ীরা। জেলা পরিবেশক সমিতির ব্যানারে বুধবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে।
 
সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিবেশক সমিতির সভাপতি গোলাম শাহনেওয়াজ অপু। সমাবেশে অভিযোগ করে বলা হয় ১, ২ ও ৫ টাকার ধাতব মুদ্রার কয়েন প্রচলিত থাকলেও জেলার কোনো ব্যাংকের শাখায় তা গ্রহণ করা হচ্ছে না। ফলে খুচরা ব্যবসায়ীরা কয়েন নিয়ে বেকায়দায় পড়েছেন। এতে করে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে নেয়ার সম্মুখীন হচ্ছেন। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আব্দুল­াহ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।