আজকের জোকস : ০৯ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০৪:০৭ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫

পাঁচ ফুট লম্বা একটি ছেলে গেছে পাত্রী দেখতে। পাত্রীর বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন-
পাত্রীর বাবা : তুমি কতটুকু লম্বা?
ছেলে : পাঁচ ফুট ১০ ইঞ্চি।

ছেলের মা পাশেই বসেছিলেন। তিনি ছেলেকে বললেন-
ছেলের মা : বাছাধন, এটা ফেসবুক নয়।

****

এক লোক অনেক চাপাবাজি করে। তো সে সংগীত নিয়েও চাপাবাজি করছে। সে এই সংগীত লিখেছে, সেই সংগীতের সুর করেছে ইত্যাদি ইত্যাদি।

তো তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো, তুমি রবীন্দ্র সংগীতের বিষয়ে কী জানো?
জবাবে সে বললো, কতো রবীন্দ্র সংগীত লিখলাম আর তুমি বলো কী জানি?

****

নিম্নমধ্যবিত্তের এলাকায় হঠাৎ এক বিত্তশালী পরিবার বাড়ি বানিয়ে বসবাস করতে এল। প্রত্যেক কথায়-কাজে টাকার গরম দেখিয়ে দেখিয়ে তারা প্রতিবেশীদের সকাল-সন্ধ্যা কেবলই বিরক্ত করত।

কোন এক দুপুর বেলায় মেয়েদের মজলিসে বড়লোক স্ত্রী আসর জাকিয়ে বসে গল্প শুরু করেন-
বড়লোক স্ত্রী : আমার স্বামীর ভাইয়ের কেবল পাইপ টানতে চারজন লোক লাগে।
জনৈক : সে কি! শুধু পাইপ খাওয়াতেই চারজন মানুষ খাটে?
বড়লোক স্ত্রী : হ্যাঁ, একজন পাইপটা পরিষ্কার করে, একজন তাতে তামাক ভরে, আরেকজন পাইপটি ধরিয়ে দেয়।
জনৈক : এত গেল তিনজন। আরেকজন কী করে?
বড়লোক স্ত্রী : আরেকজন পাইপটি টানে। ওর আবার পাইপ খাওয়া সহ্য হয় না কিনা। ও তাই বরাবরের মত বিড়িই খায়।

****

১ম চাপাবাজ : আমি এত গরম চা খাই যে, কেটলি থেকে সোজা মুখে ঢেলে দিই!
২য় চাপাবাজ : কি বলিস! আমি তো চা-পাতা, পানি, দুধ, চিনি মুখে দিয়ে গ্যাসের চুলার উপর বসে পড়ি!

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।