নিয়ম বহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ অতঃপর প্রত্যাহার


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তিনজনকে অস্থায়ী প্রভাষক নিয়োগের কথা থাকলেও চারজনকে নিয়োগ দেওয়া হয়। পরে বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অতিরিক্ত একজনকে ডেকে তার নিয়োগপত্র প্রত্যাহার করে নেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে অস্থায়ী ভিত্তিতে সহকারী অধ্যাপক পদে ড. মো. সালাহ উদ্দিন রাজিব এবং অস্থায়ী প্রভাষক পদে মো. আতিকুর রহমান ও তানজিলা হোসাইনকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু রেজিস্টার আবু বকর সিদ্দিক এই তিনজনের সঙ্গে অপর এক প্রভাষক প্রার্থী নিতাই চন্দ্রকেও নিয়োগপত্রের চিঠি দিয়ে সোমবারের মধ্যে কাজে যোগ দিতে বলেন। চিঠি পেয়ে সোমবার তারা সবাই উক্ত বিভাগে যোগদানও করেন। এরপর অতিরিক্ত একজনের নিয়োগের বিষয়টি জানাজানি হলে রেজিস্টার আবু বকর সিদ্দিক ওই অতিরিক্ত একজনকে ডেকে তার নিয়োগপত্র প্রত্যাহার করে নেন।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে চাকরিপ্রার্থী নিতাই চন্দ্র বলেন, “আমাকে প্রথমে নিয়োগপত্র দেওয়া হয়। সেই অনুযায়ী আমি ব্যাংকে টাকা জমা দিয়ে বিভাগে যোগদান করি। কিন্তু পরে রেজিস্টার সাহেব আমাকে ডেকে ভুল করে আমাকে নিয়োগপত্রটি দেয়া হয়েছে বলে জানিয়ে নিয়োগপত্র নিয়ে নেন। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।”
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু বকর সিদ্দিক বলেন, “একটু ভুল বোঝাবুঝির ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল। আমি যখনই বিষয়টি জানতে পেরেছি তৎক্ষণাত তা ঠিক করে নিয়েছি।”

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি।

হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।