মহানন্দা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত : ট্রেন চলাচল বন্ধ


প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫

কুষ্টিয়ার পোড়াদহ জংশনে খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে সকল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ জংশনে ঢোকার পর পেছন চাকা ৩নং লাইনে চলে যাওয়ায় এ ঘটনা ঘটে। এর ফলে আপলাইনসহ ৩টি লাইন বন্ধ হয়ে গেছে। এতে ঢাকাসহ সকল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পোড়াদহ জংশনের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, সন্ধ্যায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেসটি প্লাটফর্মে ঢোকার সময় পেছনের বগির চাকা ৩নং লাইনে চলে যায়। এতে আপলাইনসহ সবকয়টি লাইন বন্ধ হয়ে যায়। যার ফলে সব রুটেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বগিটি উদ্ধারে বিকল্প ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা সঠিক করে বলা যাচ্ছে না।

আল-মামুন সাগর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।