নৃতাত্ত্বিক গোষ্ঠীর জন্য ভাষা ইনস্টিটিউট তৈরির সুপারিশ


প্রকাশিত: ০২:১০ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫

ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নিজ ভাষা চর্চায় উৎসাহ প্রদান, ভাষা সংরক্ষণ ও গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার সুপারিশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
 
জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এসময় ইনস্টিটিউট প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছে জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে এটির অনুমোদন দিতে তাগিদ দিয়েছে কমিটি।
 
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির রং পূর্বের অবস্থায় ফিরে আনার বিষয়ে তাগিদ দিয়েছে কমিটি। এসময় শিল্পকলা একাডেমির আগামী পাঁচ থেকে দশ বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কমিটি শিল্পকলা একাডেমির কার্যক্রম উপজেলা পর্যায়ে সুষ্ঠুভাবে পরিচালনা এবং পর্যবেক্ষণের জন্য প্রতিটি উপজেলায় একজন করে সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা নিয়োগ দেয়ার সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম, পংকজ নাথ, পিনু খান এবং জেবুন্নেছা আফরোজ অংশ নেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এইচএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।