প্রয়োজনে পার্বত্য চট্টগ্রামেও র‌্যাবের ডিভিশন


প্রকাশিত: ০২:০২ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫

দেশে র‌্যাবের ১৪টি ডিভিশন রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে পার্বত্য চট্টগ্রামেও র‌্যাবের ডিভিশন স্থাপন করা হবে।

তিনি বলেন, সরকার পার্বত্য এলাকার শান্তির ধারা অব্যাহত রাখতে সর্বদা আন্তরিক। পাহাড়ের মানুষের শান্তি ও উন্নয়নের জন্যই ১৯৯৭ সালে শান্তিচুক্তি করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পাহাড়ে শান্তিচুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মঙ্গলবার বিকালে পার্বত্য খাগড়াছড়ির রামগড় থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম অপার সম্ভাবনাময় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানকার উন্নয়নে সরকার সব কিছু করবে। আর উন্নয়নের জন্য প্রয়োজন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। এজন্য সকলকে একযোগে কাজ করতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে। যারা এখানে অশান্তি সৃষ্টি করতে চায়, এক সময় তাদের ভুল বুঝাবুঝির অবসান হবে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন,বাংলাদেশ কোনো জঙ্গিবাদের দেশ নয়। কোনো বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ের একার দেশ নয়। এ দেশ আমাদের সকলের। এদেশে ধর্ম যার যার, উৎসব সবার। দেশের উন্নয়নের অগ্রযাত্রা নসাৎ করতে একটি গোষ্ঠী নানা তৎপরতা চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

ফেইসবুক চালুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রয়োজনে ফেসবুক বন্ধ রাখা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে বৈঠকও হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পর অচিরেই ফেসবুক খুলে দেয়া হবে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আল`র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. সফিকুল ইসলাম।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।