ঘটনাস্থলে স্থানীয় এমপি ও কাউন্সিলর
শিশু নিরবকে উদ্ধারের অভিযান দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত জনসাধারণ ও গণমাধ্যমকর্মীদের তিনি জানান, ম্যানহোলে কিভাবে শিশুটি পড়েছে তা তদন্ত করে দেখা হবে। ঘটনায় যেই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় মহিলা কাউন্সিলর। তিনি জানান, প্রায় চার বছর আগে একই স্থানে এ ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল। তখন ওই শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানায়, শিশু নিরবকে (৫) উদ্ধারে খোলা হচ্ছে ঘটনাস্থল থেকে স্লুইস গেইট পর্যন্ত থাকা মোট ১৮টি ম্যানহোল। এর আগে বেশ কয়েকবার ম্যানহোলে প্রবেশ করেও শিশু নিরবের কোনো খোঁজ না পাওয়া এ সিদ্ধান্ত নিয়েছে উদ্ধার অভিযানে নিয়োজিত ফায়ার সার্ভিসের ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যানহোলের পাইপ সরু হওয়ায় ও পানির বেশ স্রোত থাকায় সেখানে কেউ নামতে পারছেন না।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর শ্যামপুরের বরইতলার পাশে নাগরদোলা দেখতে গিয়ে ম্যানহোলে পড়ে যায় শিশু নিরব (৫)।
এএইচ/আরএস