বাল্যবিবাহ রোধে সামাজিক মনিটরিং জোরদারের তাগিদ


প্রকাশিত: ০১:০০ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫

বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মনিটরিং জোরদার করার তাগিদ দেয়া হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায়।

সভায় এ বিষয়ে প্রতি উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনেরও পরামর্শ দেয়া হয়।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মনোয়ারা বেগম, ফজিলাতুন নেসা ও রিফাত আমিন সভায় অংশগ্রহণ করেন।

সভায় মন্ত্রণালয় ও অধীনস্থ কার্যালয়ের চলমান প্রকল্প ও কর্মসূচিসমূহের সর্বশেষ বাস্তবায়ন অগ্রগতি ও নারীর সামাজিক নিরাপত্তায় মন্ত্রণালয় থেকে নেয়া পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটি দেশের যে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের কার্যক্রম চালু রয়েছে তার সুনির্দিষ্ট তালিকা প্রদানের পরামর্শ দিয়েছে। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে শিশু একাডেমির কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পর্যায়ক্রমে প্রতিটি বিভাগের শিশু একাডেমির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক আহ্বান করে বিশেষ কর্মসূচি গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের কর্মসূচি পর্যায়ক্রমে সকল উপজেলায় চালু করা এবং কর্মজীবী মহিলা হোস্টেলের সংখ্যা বৃদ্ধি করার সুপারিশ করে।

সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।