দিনাজপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার


প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৮ ডিসেম্বর ২০১৫

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে ২২ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার ভোরে পার্বতীপুরের সোনাপুর এলাকা থেকে পাথরের একটি মূর্তি উদ্ধার করে বিজিবি।

বিজিবি-৪২ ব্যাটালিয়নের মেজর আব্দুল হাসেম জানিয়েছেন, মঙ্গলবার ভোরে পার্বতীপুরের সোনাপুর এলাকায় বিজিবির একটি টহলদল কয়েকজন চোরাকারবারীকে ধাওয়া করলে তারা কষ্টি পাথরটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা সেখান থেকে ২২ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করে। মূর্তিটির আর্থিক মুল্য নির্ধারণ করা হয়েছে ২২ লাখ টাকা। উদ্ধারকৃত শিব মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদফতরে জমা দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।