২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৬ শতাংশ ছুঁই ছুঁই
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার প্রায় ২৬ শতাংশ। ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৫৬৬টি ল্যাবরেটরিতে ৩২ হাজার ৯২৪টি নমুনা সংগ্রহ ও ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয় ৮ হাজার ৩০১ জন। শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।
দেশের আট বিভাগের হিসাবে শনাক্তের হার ঢাকায় ২২ দশমিক ৪৫ শতাংশ, ময়মনসিংহ ২৭ দশমিক ০৭, চট্টগ্রামে ২৪ দশমিক ৪২, রাজশাহী ২৪ দশমিক ০৭, রংপুর ৪০ দশমিক ৭৮, খুলনা ৩৭ দশমিক ৬৩ শতাংশ, বরিশালে ২৮ দশমিক ৪০ এবং সিলেটে ২৯ দশমিক ০৯ শতাংশ।
বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ১৪৩ জনের প্রাণ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৬৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৩০১ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ২১ হাজার ৫৫৯ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৬৬৩ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা হলো আট লাখ ২০ হাজার ৯১৩।
এমইউ/ইএ/জেআইএম